ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এগিয়ে চলেছে দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণ কাজ

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০১:৫৮ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এগিয়ে চলেছে দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণ কাজ। সেতু ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন ৩ উপজেলার প্রায় ৭ লাখ মানুষ। নির্ধারিত সময়েই নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। কর্তৃপক্ষও বলছে, ঠিক সময়েই কাজ শেষ হবে। সেতুটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এগিয়ে চলছে দ্বিতীয় ধরলা সেতু নির্মাণের কাজ। ১শ ৯২কোটি টাকা ব্যয়ে সেতুর দৈর্ঘ্য ৯শ ৫০ মিটার আর প্রস্থ ৯ দশমিক ৮ মিটার। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সাথে লালমনিরহাট-রংপুর-বগুড়াসহ সারা দেশের সড়ক যোগাযোগ সহজ হবে। বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য আনা নেয়ার ক্ষেত্রে দুরত্বের পাশাপাশি কমবে পরিবহন খরচও। সেতু ঘিরে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। সেতুর নির্ম্ণা কাজ শেষ হওয়ার কথা এ বছরের জুনে। সময়মতোই কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা।