ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

সারাদেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস

প্রকাশিত : ০২:০১ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০২:০১ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার

সারাদেশে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। রাজশাহী, বরিশাল, রংপুরে র‌্যালীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ গ্রহন করে। এছাড়াও সংঙ্গীত পরিবেশন ও মেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন মেলায়। এদিকে নারী দিবস উপলক্ষে সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। এছাড়াও সারাদেশে দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে বেসরকারি সংগঠন, জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ।