ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সুন্দরবনে ডিম পেড়েছে জুলিয়েট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার

সুন্দরবনের করমজলের  বন্যপ্রজনন কেন্দ্রে মা কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে। শুক্রবার (২৯ মে) সকালে কেন্দ্রের কুমির প্রজনন কেন্দ্রে এই ডিম পাড়ে জুলিয়েট। এ নিয়ে জুলিয়েট ডিম পেড়েছে মোট ১৫ বার। 

করমজল বন্যপ্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির এ তথ্য জানান। 

তিনি বলেন, জুলিয়েটের পাড়া ৫২টি ডিমের মধ্যে ১৪টি ডিম বাচ্চা ফুটানোর জন্য জুলিয়েটের বাসায় রাখা হয়েছে। আর বাকি ২৬ ডিম পুরাতন ইনকিউবেটরে (বাচ্চা ফুটানোর কৃত্রিম পদ্ধতি) রাখা হয়। 

আজাদ কবির আরও বলেন, করমজলের বন্যপ্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১৯৫টি কুমির রয়েছে। এর মধ্যে জুলিয়েট ও পিলপিল নামে দুটি মা কুমির এবং রোমিও নামে পুরুষ কুমির দিয়ে করমজলের কুমির প্রজনন কেন্দ্রে বাচ্চা ফুটানোর প্রজনন কার্যক্রম চালু করা হয়। ২০০০ সালে এই প্রজনন পদ্ধতি চালু করা হয় বলেও তিনি জানান। 
কেআই/