ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

বিশ্ব নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৩:০৫ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার

বিশ্ব নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আঁধার ভাঙ্গার শপথ নিয়েছেন নারীরা। এগিয়ে যাওয়ার পথে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল বাধা দূর করার আহ্বান ছিল সবার কণ্ঠে। তবে, কেবল অনুষ্ঠানিকতা নয়, যোগ্যতা দিয়েই নারীর নিজেকে প্রমাণ করতে হবে বলে জানান কেউ কেউ। বিশ্ব নারী দিবস উপলক্ষে রাত বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য শুরু হয় আঁধার ভাঙ্গার শপথ। বিভিন্ন শ্রেণীপেশার নারীর পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন সমাজে প্রতিষ্ঠিত নারীরাও। ছিলেন সচেতন পুরুষদের অনেকেই। এ’সময় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার দীপু মনি বলেন, সকল বাধা উপেক্ষা করে রাষ্ট্রীয় পর্যায়েও নারীরা যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। আর নারী প্রগতির পথে সকল বাধা দূর করতে সরকার কাজ করছে বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে বলে মনে করেন অনেকে। এর আগে, নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতনতামূলক নাটক, গান ও নৃত্য পরিবেশন করা হয়।