ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জরুরি সহায়তার অংশ হিসেবে শূন্য সুদে আইএমএফ শুক্রবার এ ঋণ অনুমোদন করেছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া এটিই সবচেয়ে বড় ঋণ সুবিধা বাংলাদেশের জন্য।

বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে মহামারি। তৈরি পোশাক খাত ও রেমিটেন্স আয়ের প্রবাহে বাধা সৃষ্টি করেছে করোনাভাইরাস।

এর আগে বাংলাদেশকে ৫০ কোটি ডলারের সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যে তা সরকারের কোষাগারে জমা হয়েছে।

আইএমএফ কখনো কোনো শর্ত ছাড়া কোনো দেশকে ঋণ দেয় না। তবে ছয় হাজার ২২২ কোটি টাকার ঋণে কোনো ধরনের শর্ত যুক্ত করেনি আইএমএফ।

এক বিবৃতিতে আইএমএফ বলেছে, এই ঋণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি বাংলাদেশ নিয়েছে তা বাস্তবায়নে ব্যয় করতে পারবে।

এমবি//