ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

গনতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে: ফখরুল

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৩:২৪ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার

গনতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নারী দিবস উপলক্ষে মহিলা দলের র‌্যালি আগে সমাবেশে মির্জা ফখরুল বলেন, গনতন্ত্রের চর্চা নেই বলেই নারীরা নিপীড়িত, নির্যাতিত এবং লাঞ্ছিত হচ্ছে। অধিকার ফিরে পেতে নারীদের জেগে উঠার আহ্বান জানান মির্জা ফখরুল। পরে একটি র‌্যালি নয়া পল্টন কাকরাইল ঘুরে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।