ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

৪৫ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ ১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৭:১৬ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার

৪৫ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ ১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে মো. সোলায়মান হোসেনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. সোলায়মান হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ফ্রান্স থেকে এই বিষ এনে বিক্রির প্রক্রিয়া চলাকালে তাকে আটক করা হয়। এই ঘটনায় দানমন্ডি থানায় একটি মামলা করেছে পুলিশ। তবে এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।