ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

খুলনায় প্রথম প্লাজমা থেরাপী নেয়া করোনা রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

খুলনায় প্রথম প্লাজমা থেরাপী গ্রহনকরা করোনা আক্রান্ত রোগী তানভীর আলম বাবু (৩১) মারা গেছেন। আজ রোববার সকালে খুলনার করোনা ডেডিকেটেট হাসপাতালে মারা যান তিনি।

গত ২৮ মে বিকেলে তানভিরের দেহে প্লাজমা থেরাপী দেয়া হয়। তিনি খুলনার করোনা ডেডিকেটেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 

তানভীরের মৃত্যও বিষয়ে খুলনার করোনা বিষয়ক মুখপাত্র মেডিসিন কনসালটেন্ট ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, তানভীর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার অ্যাজমাসহ স্থুলতা ছিল। তাকে সুস্থ্য করার সব ধরনের চেষ্টাই করা হয়েছে।

জানা যায়, ঈদের ৪/৫ দিন আগে তানভীর ঢাকা থেকে রূপসা উপজেলার বাগমারা গ্রমের নিজ বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থা অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনার করোনা ডেডিকেটেট হাসপাতালে ভর্তি করা হয়।

এমবি//