ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের উপর মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত

প্রকাশিত : ১১:২৩ এএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৩ এএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

  ফেনীর ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের উপর মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটসহ ৪ জন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। গত রাতে উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে ভারতীয় সীমান্তবর্তি খানাবাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসময় ভারত ও বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। সকালে আনসার সদস্য  নওশের আলীর মৃত্যুদেহ সীমান্তের ওপারে পড়ে থাকতে দেখা যায়। লাশ উদ্ধারে বিজিবি বিএসফের সাথে যোগাযোগ করেছে। ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।