ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

মানবিক কাউন্সিলর মাকসুদুল আলম করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

এবার করোনার শিকার হলেন করোনায় মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। 

‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া এই কাউন্সিলর আজ রোববার একুশে টেলিভিশন অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ মে খোরশেদের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হন।  

খোরশেদ আলম জানান করোনায় আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে শক্ত আছেন। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এখন পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে তিনি ঠিক আছেন বলেও জানান।

আগের মতো  লাশ দাফন ও সৎকার টেলি মেডিসিন সেবাসহ সে সকল মানবিক সহায়তা চালিয়ে যাওয়া অব্যাহত রাখবেন বলে জানান খোরশেদ।

উল্লেখ্য, এ পর্যন্ত খোরশেদ ও তার টিম ৬১টি লাশ দাফন ও সৎকার করেছে। করোনার সময়ে এই কাউন্সিলরের কার্যক্রমের প্রশংসা দেশ ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায়ও উঠে আসে। 

লাশ দাফন ও সৎকার ছাড়াও দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি তার সহযোগিতা ব্যাপক প্রশংসিত হয়েছে। নিজে স্বয়ং গিয়ে আবার কখোনা তার লোক দিয়ে বিভিন্ন মানুষকে সহযোগিতা করেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এআই//