ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

আজ ঐতিহাসিক ৯ মার্চ

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৯ এএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

আজ ঐতিহাসিক ৯ মার্চ। ১৯৭১ এ সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের একদিন পর ঢাকায় হাজার হাজার মানুষের সমাবেশ করে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ। বাংলাদেশ স্বাধীন করতে ঐক্যফ্রন্ট গঠনের দাবি জানান, ন্যাপের প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানি। ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে ১৯৭১এর সাতই মার্চের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুতির আহ্বান মানুষকে আলোড়িত করেছিল। পূর্ব পাকিস্তানে নতুন গতি পায় আন্দোলন। স্বাধীনতার দাবিতে উত্তাল সারাদেশ। স্বাধীনতা পেতে লড়াইয়ে উন্মুখ পূর্বপাকিস্তানের মানুষ বিপুল উদ্দিপনায় ৯ মার্চ জড়ো হন ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপের জনসভায়। চমক লাগানো কথা ও কাজের জন্য জনপ্রিয় মওলানা আব্দুল হামিদ খান ভাসানিসহ নেতা-কর্মীরা বাংলাদেশ স্বাধীন করতে সর্বদলীয় কমিটির আহ্বান জানান। মওলানা ভাষানীর ঘনিষ্ঠ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন গোপন বামপন্থী দলের হলেও সেসময় প্রকাশ্যে দলীয় পরিচয় দিতেন ভাষানি ন্যাপের। গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে থাকলেও সেদিন জনসভার কাছেই ছিলেন। ‘স্বাধীন হলে ইসলাম যাবে’ পাকিস্তানপন্থীদের এমন প্রচারণাও নস্যাত করেন মওলানা।