ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২১ পিএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম সবুজ। এর আগে, নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতারাও অংশ নেন।