ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

বরিশালে আক্রান্ত বেড়ে ৩৬৪, বাড়িতে ফিরেছেন ৪৫

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায়  আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এর মধ্যে ২৬৮ জন পুরুষ ও ৯৬ জন নারী। 

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক কার্যালয়ের এক কর্মকর্তাসহ ১৭ পুলিশ সদস্যও রয়েছেন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ২৩ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ২৮২ জন এবং পঞ্চাশর্ধ্ব ৫৯ জন। 

অপরদিকে, করোনার থেকে বেঁচে ফিরেছেন এখন পর্যন্ত ৪৫ জন। জেলায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ জন।  

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ‘রিপোর্ট পাওয়ার পরপরই আক্রান্তদের ও তাদের আশেপাশের আশপাশের বাড়িগুলো লকডাউন করা হচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এআই//