ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

আম নিয়ে নাতির লাঠির আঘাতে নানির মৃত্যু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

বরিশালের গৌরনদী উপজেলায় এক নাতিকে আম দেয়ার ঘটনাকে কেন্দ্র করে অপর নাতির লাঠির আঘাতে নানি জরিনা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাতে উপজেলার বড়দুলালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে মৃতের বড় মেয়ে জান্নাতুল বেগম তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ছোট মেয়ে লাইজু বেগমকে গ্রেফতার করে পুলিশ। অপর দুই আসামি ফাতেমা বেগম ও তার ছেলে বাচ্চু বেপারী পলাতক রয়েছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, ‘নিহত জরিনার ছোট মেয়ে লাইজু বেগম বাবার বাড়ির গাছের আম পেড়ে খালাতো ভাইয়ের মেয়ে ইয়ামিন খানমকে দেয়। বিষয়টি লাইজুর বোন ফাতেমা বেগম জানতে পেরে রাতে বাবার বাড়ি এসে লাইজুর নিকট জিজ্ঞেস করেন তাকে কেন ভাগের আম দেয়া হলো না।’ 

তিনি জানান, ‘এই নিয়ে ফাতেমা ও তার ছেলে বাচ্চু বেপারীর সাথে লাইজুর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তাদের নিবৃত করতে জরিনা বেগম এগিয়ে আসেন। এসময় বাচ্চু লাঠি দিয়ে খালা লাইজুকে আঘাত করলে সেই লাঠির আঘাত নানি জরিনা বেগমের মাথায় লেগে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’