ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রামেকে করোনায় একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

ব্রিফ করছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস

ব্রিফ করছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত শফিউর রহমানের (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি জানান, শফিউর রহমানের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। গত শনিবার জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিনই তাকে আইসিউতে নেয়া হয়। রোববার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তার নমুনা পরীক্ষার পজেটিভ আসে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। এ নিয়ে রাজশাহীতে মৃতের সংখা হলো ৩ জন। 

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত রাজশাহীতে মোট ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩ জন। হাসপাতালের আইসোলেশনের চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন। 

এনএস/