ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

উহানের ডাক্তাররা এখনও মারা যাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

করোনাভাইরাসের সূত্রপাত যেখান থেকে ঘটে ছিল সেই উহানের লকডাউন উঠে গেছে, রাস্তাঘাট আবার খুলেছে। জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।কিন্তু উহানের ডাক্তাররা এখনও হাসপাতালে সবার অগোচরে মারা যাচ্ছেন। চার মাস ইনটেনসিভ কেয়ারে কাটানোর পর আজও মারা গেছেন ডাক্তার হু ওয়েইফেং নামে একজন চিকিৎসক।

যেসব ডাক্তার প্রথম করোনা ভাইরাস রোগীদের উপসর্গ ধরতে পেরেছিলেন, যে করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ হয় তার আচরণ বুঝে রোগীদের প্রথম চিকিৎসা দিতে শুরু করেছিলেন যেসব চিকিৎসক তাদের একজন ছিলেন ডা. হু ওয়েইফেং। খবর বিবিসির

কিন্তু গত চারমাস ৪৩ বছর বয়স্ক ডাক্তার হু নিজেই অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ভিডিওতে দেখা গেছে তার কিডনির ডায়ালিসিস হচ্ছে এবং নলের মাধ্যমে তিনি কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন।

ডিসেম্বরের শেষ দিকে প্রথম যেসব ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা দিতে শুরু করেছিলেন উহান সেন্ট্রাল হসপিটালে, তাদের সংস্পর্শে আসা তার মত অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হন।

ডা. হু ওই হাসপাতালের ষষ্ঠ চিকিৎসক যিনি কোভিড-১৯ এ মারা গেলেন। সরকারি হিসাবে হাসপাতালের ২৩০জনের বেশি স্বাস্থ্যকর্মীও সেসময় ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

তবে কেন প্রথম দিকে তাদের যথাযথ সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়নি এসব নিয়ে সহকর্মীদের অভিযোগ ধোপে টেঁকেনি, বরং চীনের শাসকরা অভিযোগকারীদের এসব প্রশ্ন তোলায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন বলে বলা হয়ে থাকে।

এসি