ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

করোনায় আক্রান্ত সিলেট সিটি মেয়রের স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮ এএম, ৩ জুন ২০২০ বুধবার | আপডেট: ০৮:৩০ এএম, ৩ জুন ২০২০ বুধবার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। 

মঙ্গলবার (২ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনা শনাক্ত হন। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়রের স্ত্রী শ্যামা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওসমানী হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তিনি সুস্থ আছেন।

এমবি//