ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

গত ৪৮ ঘণ্টায় স্পেনে করোনায় কেউ মারা যায়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৩ জুন ২০২০ বুধবার | আপডেট: ০৫:৪১ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

ইউরোপের দেশ স্পেনে কিছু দিন আগেও করোনায় মৃত্যুর মিছিল নেমে ছিল। সেই দেশটিতে গত দুই দিনে ভাইরাস সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। মঙ্গলবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের রিপোর্টে আগের সপ্তাহের ৩৪ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হলেও গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনাভাইরাসে কেউ মারা যায়নি বলে জানানো হয়। তাদের সোমবারের প্রতিবেদনেও বলা হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃত্যুর কোন ঘটনা ঘটেনি। 

মার্চের শুরুতে স্পেনে হানা দেয় করোনাভাইরাস। এর পর থেকে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছিল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে জুনের ২ তারিখে মৃত্যুর সেই সংখ্যা দেশটিতে এখন সংখ্যা শূণ্যের কোটায়। খবরে বলা হয়, স্পেনে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে।

মহামারি করোনাভাইরাসে বিশ্বে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ স্পেনে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। তবে কো-অর্ডিনেশন সেন্টার ফর হেলথ অ্যালার্টস অ্যান্ড এমার্জেন্সিসের প্রধান ফার্নান্দো সিমন প্রতিদিনের হিসাবে স্পেনের উপাত্তে কিছু অসঙ্গতির কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন। তিনি বলেন, এ ভুল সংশোধন করা হবে।

উপাত্তে অসঙ্গতি দেখা দেয়ার পর থেকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা রোগী সনাক্তকরণে একটি নতুন পদ্ধতি চালু করেছে। স্পেনে যত দ্রুত সম্ভব করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্তকরণের ব্যাপারে এখন বেশি অগ্রাধিকার দেয়ার প্রতি জোর দেন সিমন। স্পেনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

স্পেনে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা কঠোর লকডাউন ধাপে ধাপে শিথিল করা হচ্ছে। তবে স্পেনে গণ সমাবেশ বিষয়ে জারি করা কঠোর বিধিনিষেধ পালনে ব্যর্থতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে।

এএইচ/