ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে চলছে পরিবহন 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

সারাদেশের ন্যায় ১ জুন থেকে সাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কুমিল্লায় চলছে পরিবহন। আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা ও বাস মালিকদের সচেতনতায় এ জেলায় অভ্যান্তরীণ ও দূরপাল্লার গণপরিবহণে মানা হচ্ছে সরকারি নির্দেশনা। 

নগরীর বিভিন্ন বাস টার্মিনাল, পদুয়ার বাজার, ময়নামতি সেনানিবাস, দাউদকান্দিসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রূটের বাস। সীমিতভাবে এসব গণপরিবহনে অনেকটাই নিয়ন্ত্রণে সামাজিক দূরত্বের নির্দেশনা। 

প্রতি এক সিট পরপর যাত্রী বসানো হচ্ছে বাসগুলোতে। এছাড়া যাত্রীদের বাসে উঠানোর সময় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বিভিন্ন স্পটে। 

যাত্রীদের দাবি, ‘প্রতিটি বাস টার্মিনাল ও স্ট্যান্ডে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। বাড়তি বাসভাড়া ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তৎপরতা বৃদ্ধি করতে পারলে করোনার প্রাদুর্ভাব কমার পাশাপাশি স্বাভাবিক হবে চলমান পরিস্থিতি। 

এআই//