ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সন্দ্বীপে করোনার উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৫ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

টানা তিনদিনের জ্বর নিয়ে সন্দ্বীপে কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী রিমা সুলতানা প্রিমার আকস্মিক মৃত্যুবরণ করেছে। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত রিমা সুলতানা সন্দ্বীপের আমানউল্লাহ ইউনিয়নের মো. শফিক উল্লার মেয়ে। তার বাড়ি আমানউল্যা ৭নং ওয়ার্ডে। 

জানা গেছে, বুধবার সন্ধ্যায় মগধরা ইউনিয়নে তাঁর বোনের বাড়িতে সে মারা যায়। তার মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও স্কুল শিক্ষকরা করোনার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান শাহাদাৎ চৌধুরী। 

তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেছেন। এজন্য তার দাফনের পূর্বে নমুনা পরীক্ষা করানো প্রয়োজন মনে করছে সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম জানান, বিষয়টি আমাকে চেয়ারম্যান অবহিত করেছেন। কিন্তু মেয়েটি কোথায় চিকিৎসা করেছে বা লক্ষণ ছিলো কিনা এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। অভিবাবকরা নাকি ডাক্তারের কাছে না গিয়ে ঝাড়-ফুক করেছে বলে এমন তথ্য পেয়েছি।

প্রিমার আকষ্মিক মৃত্যুতে তার স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
কেআই/