ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

না ফেরার দেশে ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের পরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার | আপডেট: ১২:৪২ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার

মৃত্যুকালে বাসু চ্যাটার্জী’র বয়স হয়েছিলো ৯৩ বছর- সংগৃহীত

মৃত্যুকালে বাসু চ্যাটার্জী’র বয়স হয়েছিলো ৯৩ বছর- সংগৃহীত

‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের নির্মাতা বাসু চ্যাটার্জী মারা গেছেন। ভারতীয় জনপ্রিয় এ পরিচালক বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই পরিচালক বলে পরিবার সূত্রে জানা যায়।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পন্ডিত টুইট করে বলেন, ‘আপনাদের সবাইকে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায় প্রায়ত। আজ শুক্রবার দুপুর ২ টায় (বাংলাদেশ সময় আড়াইটায়) তার শেষকৃত্য সম্পন্ন হবে স্যান্টাক্রুজের শশ্মানে। ভারতীয় চলচ্চিত্র জগতের জন্যে এক অপূরণীয় ক্ষতি। আপনাকে আমরা খুব মিস করব স্যার!’

বাসু চ্যাটার্জী পরিচালিত জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে উস পার, ছোটি সি বাত, চিতচোর, রজনীগন্ধা, পিয়া কা ঘর, খট্টা মিঠা, চক্রব্যূহ, বাতো বাতো মে, প্রিয়তমা, মন পসন্দ, শৌকিন, চামেলি কি শাদি। ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের কারনে তিনি বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত।

এমএস/