ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

নাফিসা বানু বেপজার নতুন সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নতুন সদস্য (অর্থ) হিসেবে যোগ দিয়েছেন নাফিসা বানু। সরকার গত ২৭ মে নাফিসা বানুকে বেপজার সদস্য (অর্থ) হিসেবে নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করলে ২৮ মে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেন। 

গত সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। সুপেরিয়র সিলেকশন বোর্ডের ১১ মে অনুষ্ঠিত সভার সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদন দিলে নাফিসা বানুকে এ পদে নিয়োগ দেওয়া হয়। 

বেপজার সদস্য হিসেবে যোগ দেওয়ার আগে তিনি একই সংস্থায় প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন।

বেপজার সদস্য পদে এই প্রথম কোনো নারী নিয়োগপ্রাপ্ত হলেন। 

এসএ/