ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের ব্যাপারে পার্লামেন্টের সিদ্ধান্ত বহাল

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:২৭ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের ব্যাপারে পার্লামেন্টের সিদ্ধান্ত বহাল রেখেছে আদালত। ফলে প্রেসিডেন্ট পদ থেকে চূড়ান্তভাবে অপসারিত হলেন তিনি। স্থানীয় শুক্রবার সকালে ৮ বিচারকের প্যানেল এই রায় দেন। অভিশংসিত হওয়ায় প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তির সুযোগও হারাচ্ছেন পার্ক। তাকে এখন দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বন্ধুকে আর্থিক লাভের সুযোগ দেয়ার অভিযোগ রয়েছে। সংবিধান অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে দেশটিকে। এদিকে পার্কের সমর্থনে ও বিরুদ্ধে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে।