ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

ভারত সরকার বাংলাদেশকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি

প্রকাশিত : ০২:৪১ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৪১ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

প্রতিরক্ষা চুক্তির জন্য ভারত সরকার বাংলাদেশকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চুক্তির জন্য ভারত সরকারের চাপ দেয়া দেশের জন্য সুখকর নয়। এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী। চুক্তি যাতে না হয়, সেজন্য গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির এই নেতা।