ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৪৮ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মাস্টার দা সূর্য সেন হলের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এ’কথা বলেন। ভোটের সময় কালো টাকার ব্যবহার বন্ধ করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।