ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৩:০৬ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। কনিবার ভোররাতে শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের গাছ ফেলে ডাকতির তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশকে উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে তাদের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি পিস্তুল, ৩টি রামদাসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।