ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

লক্ষ্মীপুরে সয়াবিন আবাদ লক্ষ্যমাত্রার ছাড়িয়ে গেছে

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

লক্ষ্মীপুরে চলতি মৌসুমে সয়াবিন আবাদ লক্ষ্যমাত্রার ছাড়িয়ে গেছে। কৃষকরা বলছেন, শুধু লক্ষ্যমাত্রই নয়, এবছর ছাড়িয়ে যেতে পারে অতীতের রেকর্ড। তবে বেড়েছে চাষাবাদে খরচ। এতে ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত তারা। এ মৌসুমে সাড়ে ৩শ’ কোটি টাকার সয়াবিন উৎপাদিত হবে বলে আশা কৃষি বিভাগের। লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, রায়পুরের চরাঞ্চল। দৃষ্টির সীমা জুড়ে শুধুই সয়াবিন ক্ষেত। অনুকূল আবহাওয়া, সময়মত বৃষ্টি এবং সঠিক সময়ে বীজ বপন করতে পারায় এ বছর ব্যাপক আবাদ হয়েছে সয়াবিনের। দেশে মোট সয়াবিনের উৎপাদনের প্রায় ৮০ ভাগই যোগায় লক্ষ্মীপুর। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৫শ২৮ হেক্টরে বেশি আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, উপকরণের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূল থাকলে প্রায় ১শ’ হাজার টনেরও বেশি সয়াবিন উৎপাদন হবে। স্থানীয় পর্যায়ে সয়াবিনভিত্তিক শিল্প-কারখানা গড়ে উঠলে ন্যায্য মূল্য নিশ্চিতসহ এই তেলবীজের আবাদ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।