চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মানববন্ধন
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৪ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার
চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে দুদকের এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ’ উপলক্ষে পটিয়া উপজেলা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা।