ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৩ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর আগে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের নেতৃত্ব র‌্যালি বের করা হয়। ১৯৬৬ সালে স্থাপিত রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।