ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ৪৫৭ রান

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

গল টেস্ট জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ৪৫৭ রান। এত বড় রান তাড়া করে জয়ের রেকর্ড নেই ক্রিকেট ইতিহাসেই। শেষ দিনে তাই জয়ের চেয়ে ম্যাচ বাঁচানোর দিকেই মনোযোগ থাকবে তাদের। ২০০৮ সালে ঢাকায় এই শ্রীলংকার বিপক্ষে ৫২১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১৩ রানে অল আউট হয় বাংলাদেশ। এ যাবৎ এটিই চতুর্থ ইনিংসে টাইগারদের সর্বোচ্চ রান। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। উইকেটের কারণে গলের ৪৫৭ রানের টার্গেটও ঢাকার চেয়েও অনেক বড় মনে হতে পারে তামিম-মুশফিকদের। তাছাড়া ৪১৮ রানের বেশী তাড়া করে জয়ের রেকর্ডও নেই ক্রিকেট ইতিহাসে। বিশাল টাগের্টে ব্যাট করতে নেমে জয়ের কথা ভুলে ম্যাচ বাঁচানোর দিকেই মনোযোগি দুই ওপেনার তামিম ও সৌম্য। সময়-উপোযোগি অথচ স্বভাব বিরোধী ব্যাটিং করে তামিম ৪৪ বলে ১৩ রান করেন। আর সৌম্য সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরে হাফ সেঞ্চুরি আদায় করে ৫৩ রান অপরাজিত। তার ৪৭ বলের ইনিংসে ৬ টি চার ও ১ টি ছক্কার মার। বিনা উইকেটে ৬৩ রান তোলার পর আলো-স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা বন্ধ হয়ে যায়। এর আগে ১৮২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে মন দেয় শ্রীলংকা। ৩২ রান করা করুণারত্নেকে আউট করে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন তাসকিন। অপর প্রান্তে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি আদায় করে নেন থারাঙ্গা। ব্যক্তিগত ১১৫ রানে এ সেঞ্চুরিয়ানকে সাজ ঘরে ফেরান মিরাজ। এরপর চান্দিমাল অপরাজিত হাফ সেঞ্চুরি করলে ৬ উইকেটে ২৭৪ রান তুলে ৪৫৭ রানে এগিয়ে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। আলো স্বল্পতার কারণে খেলা আগে বন্ধ হওয়ায় শনিবার শেষ দিনে ১৫ মিনিট আগে খেলা শুরু হবে।