ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

নতুন নির্বাচন কমিশন ব্যর্থতা দিয়ে যাত্রা শুরু করেছে

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:১০ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার

নতুন নির্বাচন কমিশন ব্যর্থতা দিয়ে যাত্রা শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। নিরপেক্ষতা প্রমাণে কমিশন এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি বলেও জানিয়েছেন দলের নেতারা। রাজধানীতে ভিন্ন ভিন্ন কর্মসূচিতে এ’সব বলেন তারা। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এই চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এ’সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর আস্থা অর্জনের জন্য কাজ করছেন, জনগণের জন্য নয়। জাতীয় প্রেসক্লাবে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, নির্বাচনের এক মাস আগে পরিবেশ তৈরি করলে হবে না। এখন থেকেই সব রাজনৈতিক দলকে নির্বাচনী অবস্থান তৈরির সুযোগ দিতে হবে। এছাড়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমন। তিনি বলেন, একদলীয় নির্বাচন প্রতিহত করা হবে।