কুমিল্লা সিটি করপোরশন নতুন নির্বাচন কমিশন গঠনের পর সবচে বড় নির্বাচন
প্রকাশিত : ১০:১৪ এএম, ১১ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ১০:১৪ এএম, ১১ মার্চ ২০১৭ শনিবার
নতুন নির্বাচন কমিশন গঠনের পর সবচে বড় নির্বাচন হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরশনে। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই বর্তমান কমিশনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছে কুমিল্লাবাসী। তাদের আশা, কোন রাজনৈতিক প্রভাবে নয়, নিরপেক্ষ থেকেই দায়িত্ব পালন করবে কমিশন। প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় কুমিল্লা থেকে ফিরে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন।
সিটি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ এখন কুমিল্লা শহরে। ভোটাররা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকাই বেশি জরুরি।
ভোটারদের সুরেই কথা বললেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাও। তারা বলছেন, সুন্দর পরিবেশ নিশ্চিত করে জনগণকে রায় দেয়ার সুযোগ করে দিতে হবে কমিশনকে।
ভোটার ও প্রার্থীদের এমন প্রত্যাশার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন কাজ করবে বলেও আশা তাদের।