চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম পুরো উদ্যমে শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১০:২৯ এএম, ১১ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০২ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার
পুরো উদ্যমে শুরু হয়েছে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম। দৈনিক মিলছে ১৪ কোটি লিটার পানি। রোববার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। এদিকে, রাঙ্গুনিয়ার পোমরায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে আরো একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করছে ওয়াসা। ২০২০ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামে ওয়াসার পানির দৈনিক চাহিদা প্রায় ৫০ কোটি লিটার। এতোদিন ওয়াসা সরবরাহ করছিল ১৮ থেকে ২১ কোটি লিটার। এ’ অবস্থায় পানির চাহিদা পূরণে ২০০৯ সালে জাইকার সহায়তায় রাঙ্গুনিয়ার পোমরায় ১ হাজার ৮শ’ ৪৮ কোটি টাকা ব্যয়ে গ্রহণ করা হয় কর্ণফুলী ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প।
জমি অধিগ্রহন এবং অনুসাঙ্গিক কাজের পর ২০১২ সালে শুরু হয় প্রকল্পের মূল কাজ। রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু দিন বন্ধ থাকার পর পরবর্তীতে আবার শুরু হয় প্রকল্পের কাজ। গত বছরের ১৫ নভেম্বর এই প্লান্ট থেকে পরীক্ষামূলকভাবে নগরীতে পানি সরবরাহ শুরু করে চট্টগ্রাম ওয়াসা। দৈনিক ১৪ কোটি লিটার উৎপাদন ক্ষমতার এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।
এই প্ল্যান্ট চালু হওয়ায় বন্দরনগরীতে চাহিদার ৭০ শতাংশ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
এদিকে, রাঙ্গুনিয়ার পোমরায় ১৪ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার কথা জানিয়েছে ওয়াসা। জাইকার সহায়তায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। ২০২০ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এছাড়া, চট্টগ্রামের বোয়ালখালীতে ৬ কোটি লিটার, হাটহাজারীর মদুনাঘাটে ৯ কোটি লিটার, মোহরায় ৯ কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করার কথা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।