ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

চুয়াডাঙ্গায় আক্রান্ত বেড়ে ১৩১ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১০ জুন ২০২০ বুধবার

চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩১ জনে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন এবং মারা গেছেন একজন। 

আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার দুইজন ও দামুড়হুদা উপজেলার দর্শনায় ২ জন রয়েছেন। 

নতুন আক্রান্তদের মধ্যে দুইজনকে প্রাতিষ্ঠানিক ও অপর দু’জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৪৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ৪০ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে একজনের। 

আলমডাঙ্গায় আক্রান্ত ৩৯ জনের মধ্যে সুস্থ ২৪ জন, দামুড়হুদায় ৩৭ জন আক্রান্তে ইতিমধ্যেই ১৬ জন বেঁচে ফিরেছেন। আর জীবননগর উপজেলায় করোনার শিকার ১০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। 

এআই//