ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল-সমাবেশ

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৩১ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার

ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাসদ কেন্দ্রীয় সংসদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের করা হয়। মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি  মুহাম্মদ সামছুল ইসলাম সুমন। সমাবেশ থেকে অবিলম্বে ডাকসু নির্বাচন দেওয়া দাবি জানানো হয়।