ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

মাদক বন্ধে আইন-শৃংখলা বাহিনী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার

মাদক বন্ধে আইন-শৃংখলা বাহিনী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, জঙ্গিবাদও একধরণের মাদক। ঢাকা কলেজে এক আলোচনায় মন্ত্রী আরো বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন হতে হবে। রাখতে হবে কার্যকর ভূমিকা। এর আগে যাত্রাবাড়ির করাতিটোলা স্কুল এন্ড কলেজের ৪০তম প্রতিষ্ঠা বার্ষীকির আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামকে কলংকিত করতেই একটি পক্ষ জঙ্গিবাদ ছড়াচ্ছে।