ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

দোহারে আরও ২৩ জনের করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ঢাকার দোহার উপজেলায় আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। 

বুধবার (১০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

তিনি জানান, ‘গত ৪ জুন পাঠানো ৪০ জনের নমুনা থেকে ১৩ জনের এবং ৬ জুন পাঠানো ৪১ জনের নমুনা থেকে ১০ জনের করোনা পজেটিভ এসেছে। বুধবার আসা রিপোর্টে নতুন করে এই ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।’

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত  প্রক্রিয়াধীন রয়েছে। সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য সকল পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ চিকিৎসক।

এআই//