ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

সাতক্ষীরায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থি নেতা ও তার সহযোগী নিহত

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১২ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ১১:৫৩ এএম, ১২ মার্চ ২০১৭ রবিবার

সাতক্ষীরার তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা বিদ্যুৎ বাছাড় ও তার সহযোগী তালহা শেখ নিহত হয়েছে। আহত হয়েছে ২ পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে ৪টি বোমা, ২টি বন্দুক ও রাম দা। পুলিশ জানিয়েছে, ভোরে উপজেলার রহিমাবাদ গ্রামে লক্ষ্মণ দাশের আমবাগানে অভিযান চালায় তারা। সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে বিদ্যুৎ বাছাড় ও তার সহযোগী তালহার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন তালা থানার এসআই মোহন ও কনস্টেবল কল্যাণ দাশ।