ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

নলছিটিতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে হারুন অর রশিদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের খাওখির গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। 
 
মৃতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ ধরে হারুন অর রশিদ জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে বুকের ব্যথা বাড়লে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় পরিবারের লোকজন। কিন্তু তার আগেই সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। 

পরে তিন মুফতি ও দুইজন হাফেজের নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন শাবাব ফাউন্ডেশন জানাজা শেষে লাশ দাফন করে।

এআই//