ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

সেমিফাইনালে আর্সেনাল

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১২ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ১১:৫৮ এএম, ১২ মার্চ ২০১৭ রবিবার

এফএ কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে দুর্বল লিঙ্কন সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে সমান তালে লড়তে থাকে দুদল। প্রথমার্ধের শেষ সময়ে থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ। এর পাঁচ মিনিট পর লিঙ্কন সিটির ডিফেন্ডার লুক ওয়াটারফলের আতœঘাতি গোলে ব্যবধান বাড়ে। ৭২ মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ গোল করেন।  এর তিন মিনিট পরেই ম্যাচের শেষ গোলটি করেন মিডফিল্ডার অ্যারন র‌্যামজি।