ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

পাট বিক্রির বকেয়া টাকার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার

বিজিএমসি,আমিন জুট ও স্ট্যান্ট জুট মিলের কাছে গত ২০১৭ ও ১৮ অর্থ বছরের পাট বিক্রির বকেয়া পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ক্ষুদ্র পাট ব্যাবসায়ীরা।

ঠাকুরগাঁও রোড এলাকায় ক্ষুদ্র পাট ব্যাবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে শুক্রবার এ কর্মসূচি পালন করে তারা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ক্ষুদ্র পাট ব্যাবসায়ী সমিতির আহ্বায়ক মোস্তফা কামাল, পাট ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, এসএম কুদ্দুস, সালাউদ্দীন, নারায়ন সাহা ও তোজাম্মেল।

বক্তাগণ অভিযোগ করে বলেন, তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে স্থানীয়ভাবে কয়েক হাজার কৃষকের কাছ থেকে নগদ অর্থে পাট ক্রয় করে গত ২০১৭ ও ১৮ অর্থ বছরে বিজিএমসি, আমিন জুট ও স্ট্যান্ট জুট মিলের কাছে বাকিতে প্রায় ৩০ কোটি টাকার পাট সরবরাহ করেছেন। একাধিক বার সেই পাওনা টাকার জন্য বিজিএমসিসহ অন্যান্য মিলে তাগিদ দিলে তারা কয়েক দফায় কিছু টাকা পরিশোধ করেন। কিন্তু এখন পর্যন্ত বকেয়া প্রায় দশ কোটি টাকা পরিশোধ করতে তারা টালবাহানা করেছেন। 

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবগত করা হলেও পাওনা টাকা আদায়ের বিষয়ে কোন সুরাহা হচ্ছেনা। তাই সোনালী আঁশ পাটকে টিকিয়ে রাখতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। এ অবস্থায় পাওনা টাকা পরিশোধ করা না হলে পরিবার পরিজন নিয়ে তাদের রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় থাকবে না।
কেআই/