ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে আরেক চিকিৎসকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে তরুণ এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম আরিফ হাসান। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র। তিনি নগরীর কোতোয়ালি থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন এবং ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আরিফ হাসান নগরীর পাহাড়তলী এলাকায় নিয়মিত রোগী দেখতেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনার সবগুলো উপসর্গ থাকলেও টেস্ট করানো হয়নি। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তার। ছয় দিন আগে করোনার উপসর্গ নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে চমেক হাসপাতালে নেয়া হলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউতে মারা যান ডা. মুহিদ হাসান। এর আগের দিন এহসানুল করিম নামে আরও এক চিকিৎসক করোনা পজেটিভ হয়ে মারা যান। এছাড়া ঈদের দিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসএ/