ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

পাবনার গণকবরের স্থানগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবি মুক্তিযোদ্ধাদের

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৩ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ১০:৫৬ এএম, ১৩ মার্চ ২০১৭ সোমবার

মুক্তিযুদ্ধের পর পাবনার অনেক স্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর চিহ্ণিত হলেও অধিকাংশ পড়ে রয়েছে অযতœ আর অবহেলায়। দু’একটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হলেও বাকিগুলোর বেহাল অবস্থা। বর্তমান প্রজন্মের অনেকেই জানেনা এসব গণকবরের ইতিহাস। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে দ্রুত চিহ্নিত গণকবরের স্থানগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবি মুক্তিযোদ্ধাদের। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে মাতৃভূমি শক্র মুক্ত করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে পাবনার দামাল ছেলেরা। গড়ে তুলে পাকিস্তানি সেনাবহীর বিরুদ্ধে গণ প্রতিরোধ। প্রতিরোধ ঠেকাতে সদল বলে হামলা চালায়  পাকিস্তানি  সেনারা। মুক্তিযোদ্ধারা আশ্রয় নেন বিভিন্ন এলাকায়। রাতে অন্ধকারে আশ্রয় নেয়া এসব দামাল ছেলেদের এদেশীয় দোসরদের সহযোগীতায় পাকিস্তানী হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। পরে সদর উপজেলার টেবুনিয়া কৃষি খামার, নাজিরপুর, বিভিন্নস্থানে নির্যাতন করে হত্যা করে। জেলায় গণকবর রয়েছে ৪১টি। তাদের স্বরণে কয়েকটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হলেও সেগুলো অযত্ব, অবহেলায় গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। আগামী প্রজম্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গণকবরগুলো সংরক্ষনের দাবি জানিয়েছেন,  মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা। গনকবরগুলো চিহ্নিত করে রক্ষণাবেক্ষনের ব্যবস্থার  নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক । শিগগিরিই গণকবরগুলো রক্ষনাবেক্ষনের উদ্যোগ নেয়ার প্রত্যাশা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর।