ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

করোনায় এবার ঢাকা কাস্টমস কর্মকর্তার মৃত্যু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

প্রাণঘাতি করোনায় এবার প্রাণ হারালেন ঢাকা কাস্টমস কর্মকর্তা খোরশেদ আলম। আজ শনিবার ভোররাতে রাজধানীর উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

এ নিয়ে দেশে ভাইরাসটির শিকার হয়ে দুই কাস্টমস কর্মকর্তার মৃত্যু হলো। এর আগে গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেডেন্ট) জসীম উদ্দিন মজুমদার। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। 

খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রফতানি পরীক্ষণে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে ইস্ট ওয়েস্ট হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে আজ মারা যান তিনি। 

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

এদিকে, এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী। যাদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এনবিআর সূত্রে জানা গেছে, কভিড-১৯-এর উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন আরও অন্তত ৫০ জন

এআই//