ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বাজারের ব্যাগে মিলল গাঁজা, গ্রেফতার ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

যশোরের শার্শা এলাকা থেকে বাজারের ব্যাগ থেকে দুই কেজি গাঁজাসহ জিল্লুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিল্লুর রহমান শার্শা উপজেলার গোগা (বিলপাড়া) গ্রামের জাহার আলীর ছেলে।
 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গোপন সংবাদে খবর পেয়ে শনিবার দুপুরে থানার এসআই পবিত্র বিশ্বাস শার্শার পান্তাপাড়া জেলেপাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে জিল্লুরকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে শাক ও পটল এর মধ্যে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই/