ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৩ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৪২ পিএম, ১৩ মার্চ ২০১৭ সোমবার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে এ’ উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। শোভাযাত্রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ’সময় বক্তারা দু:স্থ মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।