ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার | আপডেট: ০৩:৫৮ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রা শহরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এ অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশটির একাধিক গণমাধ্যম জানায়, ৩৪ বছর বয়সী এই অভিনেতা নিজেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন। এর কয়েক দিন আগে তার ম্যানেজার দিশা সালিয়ানও আত্মহত্যা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত।

উল্লেখ্য, শেষবার ‘ছিছোড়ে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এছাড়া ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’-সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন সুশান্ত।
এসএ/