ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

দিনাজপুরের হিলিতে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হুমাইরা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হিমু (৪) নামের আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটায় হিলির আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে এই ঘটনা ঘটে। হুমাইরা ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে, হিমু একই গ্রামের হুমায়নের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে হুমাইরা ও হিমু খেলছিল। খেলতে খেলতে পাশের পুকুরপাড়ে আম কুড়াতে যায় শিশু দুটি। এসময় দু'জনেই পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিলো,পাশের লোকজন দেখতে পেয়ে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কতব্যরত চিকিৎসক হুমাইরাকে মৃত বলে ঘোষনা করে। তবে হিমু নামে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নাজমুস সাঈদ জানান,সকাল ১১টার দিকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে নিয়ে হাসপাতালে আসে তাদের পরিবারের লোকজন। হাসপাতালে আসার আগেই হুময়ারা নামের একজনের মৃত্যু হয়েছে। অন্য একজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কেআই/