ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

মুন্সীগঞ্জের চরাঞ্চলে বার্ডের উপকরণ বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

“অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন” শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরচাষী গ্রামে ৬০ জন সুফলভোগীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (কুমিল্লা বার্ড)। 

সরকারের রাজস্ব বাজেটভূক্ত এ প্রকল্পে চরাঞ্চলের সুবিধাভোগীদের মাঝে ৯ মন আমন ধানের বীজ, বিভিন্ন জাতের শাক-সবজির চারা ও বীজের পাশাপাশি বজ্রনিরোধক তাল ও খেঁজুর গাছের চারা, বায়ুনিরোধক উদ্ভিদের চারা, কাঠ উৎপাদক উদ্ভিদের চারা, ফলজ ও ভেষজ উদ্ভিদ মিলিয়ে মোট ৪০০০ টি চারা বিতরণ করা হয়। 

এছাড়াও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৫ জন বিধবা নারীর মাঝে ৫ টি সেলাই মেশিন এবং বার্ড উদ্ভাবিত কল্যান ইনকিউবেটর ও উন্নত জাতের ডিম বিতরন করা হয়। 
যথাযথ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে উপকরন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক বার্ডের উপপরিচালক মোঃ রিয়াজ মাহমুদ, সহকারী প্রকল্প পরিচালক মোঃ মোশারেফ হোসেন ভূঁঞা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি।

আরকে//