ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

দোহারে আরও ১৩ জনের করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

ঢাকার দোহার উপজেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা।

নতুন আক্রান্তদের মধ্যে জয়পাড়ায় ৭, চরকুশাইয়ে ৫ জন। অপরজন সুতারপাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে সুতাপাড়ায় উপসর্গ নিয়ে মারা যাওয়া তরিকুল ইসলামের করোনা পজিটিভ এসেছে।

ইউএনও জানান, ‘গত ৯ জুন পাঠানো নমুনা থেকে ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে সুতারপাড়ায় মারা যাওয়া ব্যক্তি তরিকুল ইসলামও রয়েছেন। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আর আক্রান্তদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হবে।’

উল্লেখ্য, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ১৭৬ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪২ জন।

এআই//